ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে যাতাহারা বাজার এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা রহনপুর আসছিল। পথে ডোবারমোড় সংলগ্ন কাঠের মিল এলকায় পথচারী সামির আলীকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সামির আলীকে উদ্ধার করেন। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম মাসুম তাঁকে মৃত ঘোষনা করেন।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন,
মৃত সামির আলী এশার নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁরা গুরুতর সামির আলী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।