মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার ( ৩১ডিসেম্বর)সকাল ০৯ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়নের নান্দিনা গ্রামের মৃত মমতাজ আলী মন্ডলের ছেলে মোঃ নজির আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ বৃদ্ধের পরিবার জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ০৯ টার দিকে নিজ বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে কৃষি জমিতে কাজ করার উদ্দেশ্যে বের হন তিনি। এর পরে সে আর বাড়িতে ফেরেনি। তার পর থেকে তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না।অনেক খোঁজা খুঁজি করার পরেও তার কোনো সন্ধান মেলেনি । নিখোঁজ ব্যাক্তির পরনে ছিল লাল সুইটার ও সাদা রংয়ের লুঙ্গি ।
স্থানীয়রা বলেন,নিখোঁজের কথা শুনে আমরা অনেক জায়গায় খোঁজা খুঁজি করেছি এবং বিভিন্ন এলাকায় মাইকিং করেছি তবুও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো হৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে নিখোঁজ ব্যাক্তির পরিবার।