স্টাফ রিপোর্টারঃ
তালতলীতে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে তালতলীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারী) রাত ১২টা ১ মিনিটে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। পরে সকাল ১০ টার র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা।
দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সরোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার।। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু’র স লনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান তনু ও যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু,। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, নবীন গাজীসহ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা।