শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ চলছে গণনা

অনলাইন ডেস্ক / ১৩৯ শেয়ার
প্রকাশিত : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ চলছে গণনা।
বুধবার (০৪ জানুয়ারি) সকাল ৮ টায় ৩টি উপজেলার ১৮ টি ইউনিয়নের একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ।

পঞ্চম ধাপে সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১১টিতেই চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে ৫৪৮ জন, সংরক্ষিত নারী আসনে ১৯৩ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে কাওয়াকোলায় একজন সাধারন সদস্য প্রার্থী, কাজিপুরে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ১৮টি ইউনিয়নের ১৮৩ টি কেন্দ্রে মোট ৩,০৬,৮৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মাঝে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৮৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৫০ জন।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com