, , , ,

গোমস্তাপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা প্রদান

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থনে নির্বাচিত ২জন চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।  শনিবার বিকেলে নয়াদিয়াড়ী ফুটবল মাঠে তাঁদের সংবর্ধনা দেন নয়াদিয়াড়ী যুব সমাজ।  পরে সংবর্ধিত চেয়ারম্যান গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জামালউদ্দিন ও বোয়ালিয়া ইউনিয়নের শামিউল আলমকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আয়েশউদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক মশিউর রহমান, আওয়ামীলীগ নেত বংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিজুল হক, সংবর্ধিত  চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, শামিউল আলম শ্যামল, জেলা মহিলালীগ নেত্রী সাবিহা শবনম কেয়া,মহিলা উদ্যোক্তা শামিমা আরা সারাসহ অন্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225