, , , ,

মিথ্যা মামলা ও হয়রানী থেকে মুক্তি চায় ছিন্নমূল রেবা

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
মিথ্যা মামলা থেকে হয়রানী, দখলকৃত জমি ফেরত ও নিরাপত্তার দাবী জানিয়েছেন ছিন্নমূল পরিবারের সদস্য রেবা বেগম।
হাবিব মোল্লার স্ত্রী রেবা বেগম জানান, ৯ বছর আগে পানি উন্নয়ন বোর্ডের লিখিত অনুমতি নিয়ে তারা পোটকাখালী এলাকায় ঘর তুলে বসবাস শুরু করেন। পরবর্তীতে একটি দোকান ও মুরগীর ফার্ম করে কোন রকমে বেচে ছিলেন। ওই জমি দখল করার জন্য মশিউর রহমান খোকন ২০২০ সালের ১২ অক্টোবর দ্রুত বিচার আইনে হাবিব মোল্লা, তোজম্বর আলী ও রেবাকে আসামী করে মামলা দায়ের করে। পরবর্তীতে আবদুর রহমান নায়েব ২০২১ সালের ২৯ জুন হাবিব ও রেবাকে আসামী করে ধার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করে। ওই মামলায় পরের দিন তাদের স্বামী-স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়। ১৯ দিন কারাবাস করে তারা জামিনে বের হয়েছে। রেবা বেগম জানিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের পরেই আবদুর রহমান ও মশিউর রহমান খোকন লোকজন নিয়ে তাদের দোকানসহ জমি দখল করেছে। তাদের ঘরের মালামালও লুট করা হয়েছে। বর্তমানে তারা মানবেতর জীবন-যাপন করছে। সেইসাথে ভুগছেন নিরাপত্তাহীনতায়।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225