চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুরে এক নারী বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত নারীর নাম শামীমা (২০)। তিনি বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের বাসিন্দা আশরাফুলের মেয়ে।
স্থানীয়রা জানায়, শামিমা গত সোমবার সকালে পরিবারের অগোচরে বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে কর্তব্যরত চিকিৎসক শামিমার অবস্থা উন্নতি না দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।