, , , ,

ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

সাখাওয়াত হোসেন ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
 পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাকি বিল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার ১৭ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন তাঁরই ভাই যুবলীগ নেতা সরদার মো. আবুল কালাম আজাদ।
জানা গেছে, তিনি গত রবিবার ১৬ জানুয়ারি সকালে করোনা পরীক্ষার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে তাঁর করোনা পজিটিভ আসে। বর্তমানে তাঁর শরীরে সামান্য জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই। তিনি নিজ বাসভবনে অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন। অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (মামুন) ফোনে বিপ্লবী জনতা কে বলেন, সবাই দোয়া করবেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকি বিল্লাহ’র জন্য। মহান আল্লাহ তায়ালা যেন তারাতারি সুস্থ করে দেন।
অপরদিকে উপজেলার অনেক নেতা কর্মী বাকি বিল্লাহর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাকি বিল্লাহ এর এক ভক্ত জানান, আজ আমার মনটা খুবই খারাপ আমার প্রিয় নেতা করোনায় আক্রান্ত হয়েছে। কখন সুস্থ হবেন আবার তার সাথে একসাথে বসে রাজনৈতিক আলাপ আলোচনা সহ সকল বিষয় নিয়ে সময় কাটাবো সে অপেক্ষায় থাকলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225