চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আক্কেলপুর-যাতাহারা সড়কে ব্যাটারী চালিত অটো ভ্যান উল্টে এক শিশু নিহত হয়েছেন। এছাড়া শিশুটির পিতা রাব্বানী ও সাবানা নামে এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই সড়কের খড়কাডাঙ্গায় মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আলামিন (১১)। তিনি রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের বাসিন্দা রাব্বানী ভিকুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের ভ্যান চালক রাব্বানী ভিকু কৃষি জমিতে কাজ করে নিজ ভ্যানে করে বাড়ি ফিরেছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা মোড় এলাকার সড়ক পরিবর্তন করতে এসে অটো ভ্যানটি উল্টে যায়। এতে শিশু আলামিন আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় ভ্যান চালক রাব্বানী ভিকু (৪০) ও একই গ্রামের সাবানা (৩৫) নামে এক ভ্যান যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ওই দু’জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।