শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে এক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
মেলান্দহ থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানান, মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা ব্রিজের অদূরে পরিত্যাক্ত স্থানে অজ্ঞাত একজনের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবতীর এখনো পরিচয় জানা যায়নি। মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোহার রড দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্বরা। এ সময় সেখান থেকে একটি লোহার রড উদ্ধার করা হয়।