, , , ,

বানারীপাড়ায় চেক জালিয়াতি মামলায় ২০ ঘন্টার ব্যবধানে সাবেক চেয়ারম্যান আটক ও জামিন লাভ

বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গাভা গ্রামের মোঃ শামসুল সরদারের দায়েরকৃত এন.আই. এ্যাক্ট এর ১৩৮ ধারার সি.আর মামলা নং- ২২৭/২০১৯ মামলায় ১২ ফেব্রুয়ারী শনিবার রাতে পুলিশ সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। পরদিন রবিবার সকালে আসামীকে বরিশাল কোর্টে প্রেরন করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, একটি চেক জালিয়াতি মামলায় অর্থদন্ডসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সর্বশেষ জানা গেছে রবিবার দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ জরিমানার ২ লাখের এক লাখ টাকা আদালতে জমা দেওয়ায় ও উচ্চ আদালতে আপিলের শর্তে তাকে জামিন দিয়েছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225