, , , ,

আগুন রাঙা বসন্ত আর ভালোবাসায় মেতেছে জামালপুরের তারুণ্য

শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের। বসন্ত এসেছে বলেই মুকুল ধরেছে আম্রকাননে। বসন্ত এসেছে বলেই ‍ফুটেছ হাজারো ফুল। বইতে শুরু করেছে দখিনা হাওয়া। কোকিলের কুহুতানে মাতাল হয়ে উঠেছে বসন্তরাণী। হৃদয়ে ফুটেছে ভালবাসার স্পন্দন। বাংলার রূপময় নিসর্গ ছুঁয়েছে হলুদিয়া রঙ। বসন্তের এই দিনে প্রেমিক- প্রেমিকাদের মনোজগতে যোগ নতুন মাত্রা। কারণ আজ বিশ্ব ভালবাসা দিবস।
সবুজ বাংলার ষড়ঋতুর দেশের শেষ ঋতুর প্রথম দিন, সেই সাথে ভালোবাসা দিবস। তাই দুয়ারে আগুন রাঙা বসন্ত দেখে আজ সবার মন যেন ছুটে যেতে চাইছে অরণ্যে; যেখানে কাননে কাননে উৎসবের রঙের কোলাহলে মেতে উঠেছে চারদিক। বাসন্ত আর ভালবাসার উৎসবে আজ মেতে উঠেছে জামালপুরের তারুণ্য। বাঁধ ভাঙা আনন্দ, উচ্ছ্বাস ও উদ্বেলতায় নানা আয়োজনে সবাই ঋতুরাজকে সাড়ম্বরে বরণ করে নিচ্ছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন সকাল থেকেই বসন্ত বরণ উৎসবে মুখোরিত হয়ে উঠেছে ফৌজদারি এই নগর। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ভিন্ন আবহে প্রাণ উজাড় করে যোগ দিয়েছেন বসন্ত বরণ উৎসবে।
স্বপ্নজয়ী তারুণ্যেও ঢেউ লেগেছে যেনে সব আয়োজনেই।
এদিকে, বসন্ত বরণ উপলক্ষে জামালপুরের বিভিন্ন বিনোদন স্পটেও তরুণ-তরুণী যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে। মেয়েদের পরনে হলুদ রঙের শাড়ি, খোপায় গাঁদা ফুল, আবার কারও কারও খোপায় রঙিন ফুলের রিং। ছেলেদের পরনে রয়েছে হলুদ অথবা সফেদ রঙের পাঞ্জাবি। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে মোবাইল ফোন দিয়েই অনেককে ফটোসেশন সারতে দেখা গেছে। বন্ধুদের নিয়ে জটলা করে মোবাইলের ক্যামেরায় সেলফি তুলেও তা স্মৃতিবন্দি করছেন অনেক তরুণ-তরুণী। সকাল থেকে শহরের ফৌজদারি, লুইস ভিলেজ পার্ক ও শহরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কেউ বন্ধুদের, কেউবা আবার পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বাহনে ঘুরে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বিনোদন কেন্দ্রগুলো তাই রঙিন হয়ে উঠেছে। ফৌজদারিতে ঘুরতে আসা তরুণী লিজা আক্তার জানান, একটি বছরঘুরে আজ আবার প্রকৃতিতে এসেছে বসন্ত।বসন্তের নতুন রঙে সেজেছে প্রকৃতি তার পাশাপাশি আজ বিশ্ব ভালোবাসা দিবস। তাই দুটি দিনকে একসাথে উদযাপন করতে আমি আমার পরিবার নিয়ে আজ ঘুরতে এসেছি। চারিদিকে সুন্দর সাজে বিভিন্ন মানুষের আনাগোনা দেখে আমার বেশ ভালোই লাগছে। অপরদিকে বসন্ত আর ভালোবাসা দিবসকে প্রাণের উচ্ছ্বাসে বরণ করে নিতে শহরের ফুলের দোকানসমূহে দেখা যায় উপচে পড়া ভিড়। ফুলের দাম চড়া হলেও কমতি নেয় ক্রেতার আগ্রহের। প্রিয়জনের জন্য ফুল কিনতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছে ফুলের দোকানগুলোতে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225