মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রির দায়ে এক হোটেল মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা বিশ্বরোড এলাকায় জনতা হোটেলে অভিযান পরিচালনা করে নিম্নমানের খাদ্য পরিবেশনের দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তিনি বলেন পুনরায় নিম্নমানের খাদ্য সামগ্রী পরিবেশন করা হলে হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস জানান ,নিয়মিত বাজারগুলো মনিটরিং হচ্ছে।
Facebook Comments Box