, , , ,

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির গন্ধগোকুল

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে।সদর উপজেলার  চরাঞ্চল থেকে গন্ধগোকুলকে উদ্ধার করেছে বন বিভাগ
ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউস।
গতকাল  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা নদীবিধৌত উপজেলার মেছড়া ইউপির রূপসা বাজার এলাকা থেকে এটি আটক করা হয়। প্রাণীটি  ওই এলাকার ফরিদ ফরাজীর বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। স্থানীয় ফরিদ ফরাজী বলেন, দুপুরে বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে দেখা মেলে এই বিরল প্রাণীটির। স্থানীয়রা ধরতে গেলে বিশাল এক কড়ইগাছে উঠে পড়ে প্রাণীটি। সেখান থেকে লাফ দিয়ে আরেকটি গাছে যাওয়ার সময় প্রাণীটি মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাণীটি ধরে খাঁচায় বন্দি করে আমার বাড়িতে রেখে দিয়েছে।আজ শুক্রবার সকাল ৯ টার সময়  ফরিদ ফরাজী বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের কাছে হস্তান্তর করেন।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে  বনবিভাগের ভারপ্রাপ্ত  কর্মকর্তা সিরাজগঞ্জ এস এফ এন টি সি মামুনুর রশিদ খান,
দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও
ফরিদ ফরাজী উপস্থিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে বিরল গন্ধগোকুল অবমুক্ত করা হয়া।
দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, উদ্ধারকৃত প্রাণীটির নাম গন্ধগোকুল। আমাদের দেশের বন জঙ্গলে প্রায়ই এই গন্ধগোকুলকে দেখা যায়। এরা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবনযাপন করে থাকে। তাছাড়া এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বরং উপকার করে থাকে।তিনি আরো জানান আমাদের সবাইকে সচেতন হতে,  বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225