মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে সিরাজগঞ্জের বাগবাটী ডিগ্রি কলেজের শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সম্মাননা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২১শে ফেব্রুয়ারি ) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সম্মাননা ও ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম , ও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও কর্মচারী গণ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমজাদ হোসেন সাবেক চেয়ারম্যান ও সভাপতি ২নং বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগ, মোহাম্মদ মানিক খা যুগ্মসাধারণ সম্পাদক ২নং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ,আরিফুল ইসলাম আরিফ সভাপতি ২নং বাগবাটী ইউনিয়ন ছাত্রলীগ,মানিক ফরহাদ ২নং বাগবাটী ইউনিয়ন ছাত্রলীগ,মোঃ আব্দুস সাত্তার সভাপতি ভারপ্রাপ্ত ২নং বাগবাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগ, আসাদুল ইসলাম সাধারণ সম্পাদক ২নং বাগবাটী ইউনিয়ন কৃষকলীগ।
পরে অধ্যক্ষ বলেন, ‘ভাষা আন্দোলনের সূত্র ধরেই এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে সেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। সবকিছুর মূলেই ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দেখাতে পারি সেই আশা করছি’।
পরে মহান ভাষা আন্দোলনে শহীদ সহ দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকৃত সকল শহিদদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র কলেজের ইসলামি বিভাগের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।
Facebook Comments Box