তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে সোমবার পুনরায় ঢাকা টু তালতলী দুরপাল্লার পরিবহন চালু হয়েছে। একটি ষ্টীল ব্রীজ পারাপারে ঝুকি হওয়ার কারনে প্রায় ৬মাস যাবৎ এ পরিবহন চলাচল বন্ধ।
জানা গেছে, ঢাকার দুরপাল্লার পরিবহন ও বরিশালের লোকাল পরিবহন তালতলীতে চালু থাকায় উপজেলার সাধারণ ব্যবসায়ী ও যাত্রী সাধারনের বিশেষ সুবিধা ছিল। আমতলী উপজেলার সর্ব দক্ষিনের ইউনিয়ন আড়পাঙ্গাশিয়া বাজার সংলগ্ন খালে ষ্টীল ব্রীজ নরবরে হওয়ায় পারাপারে ঝুকি হওয়ার কারনে প্রায় ৬মাস এ পরিবহন বন্ধ ছিল। এতে উপজেলার সাধারণ ব্যবসায়ী ও যাত্রী সাধারনের বিশেষ ক্ষতি হয়েছে। আড়পাঙ্গাশিয়া বাজার সংলগ্ন খালের ষ্টীল ব্রীজটি পুন নির্মানের জন্য ঠিকাদার ২০২১ সালের শেষের দিকে মন্থরগতিতে কাজ শুরু করে। তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার উপজেলার সাধারণ ব্যবসায়ী ও যাত্রী সাধারনের সুবিধার কথা চিন্তা করে নিজ অর্থায়নে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন ব্রীজটি সংস্কার করলে এ পরিবহন চলাচল শুরু হয়।
তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বলেন, আড়পাঙ্গাশিয়ার খালের ষ্টীল ব্রিজটি নরবরে থাকায় উপজেলার সাথে সকল পরিবহন চলাচল বন্ধ ছিল। উপজেলার সাধারণ ব্যবসায়ী ও যাত্রী সাধারনের সুবিধার কথা চিন্তা করে নিজ অর্থায়নে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে ষ্টীল ব্রিজটি সংস্কার করা হয়েছে।