মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে অসহায় গরীব দুঃখী শীতার্ত মানুষের মাঝে চারশত শীতবস্ত্র বিতরণ করলেন জেলা পুলিশ ও পুনাক।

রবিবার (২১ ফেব্রুয়ারি) জেলা পুলিশ ও পুনাক সিরাজগঞ্জ এর পক্ষ থেকে পুলিশ লাইনস মাঠে ছিন্নমূল ও শীতার্ত ৪ (চার) শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শরীফুল হক, কমান্ড্যান্ট আইটিসি, সিরাজগঞ্জ, পুনাক সভানেত্রী জনাব পলি সুলতানা শান্তা।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিরাজগঞ্জসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক নেতৃবৃন্দসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box