মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বেলকুচি থানা কর্তৃক ভ্যান চালক ছদ্মবেশে অপহরণ মামলার আসামি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বেলকুচি থানা পুলিশের একটি চৌকস টিম ও এসআই আশরাফের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ সদর থানাধীন অপহরণ মামলার আসামি সুমন আকন্দ ওরফে সিপন (২৫) কে রাসেল পার্ক এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত সুমন আকন্দ ওরফে সিপন জেলার ছাতিয়ানতলী গ্রামের আয়নাল আকন্দের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে সদর থানার রাসেল পার্ক এলাকা থেকে আটক করা হয়।
পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Facebook Comments Box