, , , ,

সিরাজগঞ্জের বেলকুচিতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার 

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
স্থানীয়রা বলেন, বেশ কিছু দিন ধরে বৃদ্ধের ভাই মোতালেব সরকার, আবু তালেব সরকার,খালেক সরকারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত দুই তিন দিন ধরে এই জমি নিয়ে ঝগড়া হয়। শুক্রবার রাত ৮ টার দিকে আব্দুল মালেক ঘর থেকে বের হয়।তার পরে থেকে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা তাকে পায়নি।
শনিবার ভোরে স্থানীয়রা বৃদ্ধের বাড়ির পিছনে গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় দেখে পরিবারের সদস্যেদের খবর দেয়। পরে থানায় খবর দিলো পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি। মৃতের পরিবার থেকে যদি অভিযোগ আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225