কাবিরুল ইসলাম গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্র্যাচ ও মুসল্লীদের মাঝে নামাজ পাড়ার চেয়ার দেয়া হয়েছে। শনিবার দুপুরে রহনপুরের উৎসব কমিউনিটি সেন্টারে এগুলো তুলে দেওয়া হয়। মুসলিম হেল্প ইউকে’র সহায়তায় আমরা ৯৩এসএসসি ব্যাচের উদ্যোগে এসব সামগ্রী প্রদান করা হয়। ৯৩এসএসসি ব্যাচের রাজশাহী বিভাগের সমন্বয়কারী মেশবাউল হক মেশবার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনটির সদস্য ইয়াসমিন আক্তার সীমা, তৌহিদ খান, আফরোজ জামান বাবলু, কামরুজ্জামান, মনির, কোহিনুর, নাসরিন, ঝর্ণা সহ অন্যরা।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জে জেলার সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মাঝে ১৩টি হুইল চেয়ার, ৩টি ক্র্যাচ ও ১০টি চেয়ার প্রদান করা হয়।
Facebook Comments Box