, , , ,

সিরাজগঞ্জে কিশোর গ‌্যাং‌য়ের ছুরিকাঘাতে আহত ২

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর শহরের কিশোর গ‌্যাং‌য়ের ছুরিকাঘাতে ২ কিশোর আহত হ‌য়ে‌ছে।
গতকাল মঙ্গলবার ( ১ মার্চ ) রাত সা‌ড়ে ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এস এস রোড ভিআইপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জ এস এস রোড এলাকার এক‌টি চা ষ্টলে দুই কি‌শোর সহ বন্ধু‌দের সা‌থে চা প্রান কা‌লে ১৮ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং এসে এলোপাতাড়ি বা‌র্মিজ ছু‌ড়িকাঘা‌তে ২জন কিশোর আহত হন।
আহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর মহল্লার ভাঙ্গাবাড়ী মহল্লার মোঃ হেলাল সে‌খের ছে‌লে পাপ্পু সেখ (২০) ও একই মহল্লার আনিসুর রহমানের ছেলে আকাশ (১৮) ।
আহত দুই কিশোর পৃথক দুইটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন এস এস রোড ভিআই‌পি মোড় এলাকায় দুইজন কিশোর কে ছু‌রিকাঘা‌তের আহতর ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কোনো রহস্য উদঘাটন হয়নি রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225