কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, এ্যাড মাইনুল ইসলাম সহ অন্যরা। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার হালনাগাদকৃত চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
Facebook Comments Box