, , , ,

সিরাজগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইন সহ ১ মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গাতে প্রায় ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (০২ মার্চ ) ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার সিআরবিসি এলাকার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক (৩৮) নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করে র‌্যাব-১২ এর সদস্যরা।
আটককৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলামিন হক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিনধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেছে।
র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,আজ ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার সিআরবিসি এলাকার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে আটককৃত  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225