, , , ,

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত শিল্পী জাহিরুলের পরিবারের পাশে মনির খান ফ্যান্স ক্লাব ২৪

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত দেড় মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত জাহিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন মনির খান ফ্যান্স ক্লাব ২৪। গতকাল শনিবার ক্লাবটির একটি প্রতিনিধি দল নিহত জাহিরুলের পরিবারকে সমবেদনা জানাতে এসেছিলেন। সেখানে প্রতিনিধি দলের সদস্যরা নিহত জাহিরুলের কবর জিয়ারত,পরিবারের খোঁজখবর ও ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সংগঠনের সভাপতি এ আর বাদশা, সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য শরিফুল ইসলাম ও সদস্য আরিফুর রহমানসহ নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল ইসলাম ডলার, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সহ সম্পাদক আল-মামুন বিশ্বাস ও মানবাধিকার কর্মী ও সাংবাদিক সাকিল রেজা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাতে বাস থেকে পা পিছলে পড়ে নিহত হন নাচোল মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জাহিরুল। তিনি ওই বাসের সুপারভাইজার ও স্থানীয় কণ্ঠশিল্পী ছিলেন। এছাড়া মনির খান ফ্যান্স ক্লাব ২৪ সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে মা-বাবাসহ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এদিকে নিহত জাহিরুলের পরিবার জানায়, তাঁদের খোঁজখবর নেওয়ায় ও পাশে থাকায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225