, , , ,

সিরাজগঞ্জ জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরার কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৭ মার্চ) শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড পুলিশ লাইনস, সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়।
‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- পুলিশ সপ্তাহ ২০২২ এর শ্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যাধুনিক ‘বডি ওর্ন’ ক্যামেরার ব্যবহার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
 এ সময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ। একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি করা হবে। পুলিশের অভিযান ও ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে থাকবে ‘বডি ওন ক্যামেরা’। এই ক্যামেরা বিশেষ অভিযান এবং রাস্তার চলাচল জটিলতা নিরসনে ব্যবহার করবে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না। এছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়।
এই ক্যামেরার ফলে আশা করি আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা চালু থাকলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি আরও জানান ট্রাফিক পুলিশসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত ৪০টি ক্যামেরা সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ইউনিটে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে।
এ সময় জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেল, টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগ, সিরাজগঞ্জ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225