, , , ,

তালতলীতে প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল করে নেয় আপন ছোট ভাই 

স্টাফ রিপোর্টার:
বরগুনার তালতলীতে এক প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দগখল করে রেখেছে আপন ছোট ভাই। এ ঘটনায় আদালতের বিভিন্ন মামলা থাকলেও তা অমান্যকরে চলছে ছোট ভাই মতি হাওলাদার। দুই ভাইয়ের যৌথ একটি দোকান ঘর থাকলেও প্রতিবন্ধী বড় ভাইকে পাশে আসতে দিচ্ছে না।প্রতিবন্ধী হওয়ার পর বড় ভাইকে বিভিন্ন ভাবে পাশবিক নির্যাতন চালাচ্ছে ছোট ভাই মতি হাওলাদার। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন বড় ভাই প্রতিবন্ধী আব্দুল মোতালেব মিয়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছোট বগী ইউনিয়নের চন্দনতলা গ্রামের আব্দুল মোতালেব হাওলাদার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সুস্থ্য হয়ে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যান তিনি। প্রতিবন্ধী হওয়ার পর থেকেই ছোট ভাই মতি হাওলাদার তার জমি ও দোকানঘর জোরপূর্বক দখল করে নেন। জমির মালিক আব্দুল মোতালেব মিয়া প্রতিবন্ধী হওয়ায় এবং তার জমিতে আদালত মামলা থাকা সত্ত্বেও আদালত অবমাননা করে ছোট ভাই ভূমিদস্যু জোরপূর্বক জমি দখল করে চাষাবাদ করেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠক করলেও তাহা মানছেনা তার ছোট ভাই মতি হাওলাদার। ওই জমিতে আদালত চলমান রয়েছে পার্শ্ববর্তী বগীরহাট বাজারে একটি দোকানঘর রয়েছে। সে ঘরের সরকারি ডিসিআর আব্দুল মোতালেব হাওলাদার এর নামে থাকা সত্বেও ছোট ভাই মতি হাওলাদার জোরপূর্বক দখল করে আছেন। প্রতিবন্ধী ভাইয়ের সংসার চলত যেই দোকানের ভাড়া টাকা দিয়ে। প্রতিবন্ধী ভাই আব্দুল মোতালেব হাওলাদার এখন সেই দোকানের কাছেও যেতে পারছেন না বরং তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ছোট ভাই মতি হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভাই আমাকে বিভিন্ন মামলা দিয়েছে, আমি তাকে একটি মামলাও দেইনি। আমার বড় ভাই আমার সম্পর্কে যে কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225