কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোমস্তাপুরে আলোচনা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কর হয়। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন ,গোমস্তাপুর উপজেলা প্রশাসন,সাবেক দুই আওয়ামীলীগের সংসদ সদস্য উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা গণ,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রেলি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে ইউএনও আসমা খাতুনের সভাপত্বে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।বক্ত্বব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ওসি দিলীপ কুমার দাস, ও সরকারি কর্মকর্তা,কর্মচারী সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Facebook Comments Box