, , , ,

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা,অভিযুক্ত স্বামী আটক 

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর মারধরে নারগিস খাতুন (৩৫) এক গৃহবধূ কে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত নারগিস খাতুন রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
শনিবার (১৯ মার্চ ) দুপুরে উপজলার সোনাখাড়া ইউনিয়নের বিলেরপার গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
সোনাখাড়া ইউনিয়নের চিয়ারম্যান রিপন বলেন, মাঝে মাঝে তার স্ত্রীকে মারধর করতেন এমন কি রেজাউল করিম মাদকাসক্ত ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  বলেন, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম মাঝে মাঝেই তার স্ত্রীকে মারপিট করতেন। শনিবার সকালে রেজাউল বাজারে গিয়ে চা পান করে বাড়ি ফিরে স্ত্রী নারগিসকে ব্যাপক মারপিট করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রতিবেশীরা নারগিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225