, , , ,

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় অস্ত্র মামলায় গোপাল চন্দ (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৩০ মার্চ ) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম-দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ আসামীর উপস্থিতিতে এই কারাদ- প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।
জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গোপাল চন্দ্র সূত্রধর একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অস্ত্র তৈরি করে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ আগস্ট সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপাল চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি আটটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225