কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি বেলা দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় গরু গাড়ী,পালকি,ঘোড়াসহ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা সংস্কৃতি প্রদর্শণ করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির,ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box