, , , ,

গোমস্তাপুরে আদিবাসী  নারীকে ধর্ষণের চেষ্টায় একজন  আটক

কাবিরুল ইসলাম গোমস্তাপুর  (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদিবাসী এক নারী( ৪৩)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে  আশ্বিন বর্মন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামের নেপাল বর্মনের ছেলে। এ ঘটনার মূল আসামি একই গ্রামের দাউদ আলীর ছেলে মনিরুল( ৪৮) পলাতক রয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে ওই নারী গোমস্তাপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে তারা দুইজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা বের হয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন থানায় ওই নারী একটি অভিযোগ দিলে পুলিশ একজনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আটককৃত আশ্বিনকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার মূলহোতা মনিরুলকে আটকের চেষ্টা চলছে
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225