, , , ,

বানারীপাড়ায় ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে খরিফ-১/২০২১-২০২২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার ৫০০ কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। এ সময় কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন প্রমূখ। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জালিছ মাহমুদের স ালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান প্রমূখ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225