বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য
৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২৬টি জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ঘর হস্তান্তরে
প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠানের পর বানারীপাড়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের
২৬টি ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের কাছে প্রদান করা হয়। মঙ্গলবার
(২৬ এপ্রিল) দুপর ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন
কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের
আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া প্রেস
ক্লাবের সভাপতি রাহাদ সুমন প্রমূখ। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির
সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার
মহসিন-উল-হাসান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, সমবায় কর্মকর্তা
আফসানা শাখী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপির
চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান
সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বাইশারী ইউপির চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী,
সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির, সাংবাদিক এস. মিজানুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য আজ মঙ্গলবার সারাদেশে ৩২ হাজনর ৯০৪টি ঘর হস্তান্তরে
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি চারটি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে আনুষ্ঠানিক
আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন।