অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলার মিঠাখালী ইউনিয়নের ঐতিহাসিক টাটিবুনিয়া স্কুল মাঠে শুক্রবার (১৩’ই মে) বিকাল ৪’টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ম্যাচে বাগেরহাট জেলা সোনালী অতীত বনাম মোংলা উপজেলা সোনালী অতীত এ দুটি দল অংশ নেয়। প্রীতি ম্যাচের সভাপতিত্ব করেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু কমলেশ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক নুর আলম, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান, বিকাল পাঁচ টায় শুরু হয়ে টানটান উত্তেজনার মধ্যে খেলায় গোল শুন্য ম্যাচ ড্র হয়ে শেষ হয়।
Facebook Comments Box