মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে আম কুড়াতে গিয়ে মুরগি খামারে জেইআই তার দিয়ে বেড়া দেওয়া ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৯ মে ) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিবপাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত জান্নাতী তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের শিব পাড়ার জিল্লুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, আবু তালেবের নিজ বাড়িতে মুরগির ফার্মে শেয়াল তাড়াতে রাতের বেলায় জেইআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। আজ ভোরে জান্নাতী আম কুড়াতে গিয়ে মুরগির ফার্মের বিদ্যুৎ স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
তালম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তালেব হোসেন জানান, খামারী আবু তালেব আমাকে সকালে মুঠোফোনে বলেন, তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে একটি শিশু মারা গেছে। এরপর তাকে খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা দিয়ে ঢেকে রেখেছেন। পরে আমি পুলিশকে খবর দেয়।
তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। তাতে স্পর্শ হয়ে জান্নাতীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিশুটির মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box