, , , ,

সিরাজগঞ্জে বাগবাটীতে ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে চোরের মৃত্যু

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটীতে বৈদ্যুতিক ট্রান্সফরমা ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও এক চোর গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুন) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের কানগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত চোরের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বলেন, রাতে ট্রান্সফরমার চুরি করার সময় এক চোর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে, অপর এক চোর আহত হয়ে ট্রান্সফর্মার নিচে পড়েছিল। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃত চোর ও আহত চোরকে উদ্ধার করে নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন , শনিবার সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতি গ্রামে ট্রান্সফরমারের নিচে এক ব্যক্তির মরদেহ ও অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চুরি করা ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225