বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
শিক্ষককে পিটিয়ে হত্যা ও অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবীতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। প্রগতিশীল সংগঠনের ব্যানারে বরগুনা প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচি চলাকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-বরগুনা জেলা শাখার সভাপতি কমরেড আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড গাজী আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, খেলাঘরের প্রেসিডিাম সদস্য চিত্তরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আকতার, বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি, খেলাঘারের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, অ্যাডভোকেট নাজমুল আহসান রাসেল ও বস্তিবাসী ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ।
Facebook Comments Box