স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে বিভিন্নভাবে প্রতারনার মাধ্যমে বিকাশ পয়েন্টের ৫লক্ষ টাকাসহ ৪০লক্ষ টাকা ও সুন্দরবন কুরিয়ারের মালামাল নিয়ে চরমোনাই পীরের মুরিদ উপজেলা মুজাহিদ কমিটির সহ-দপ্তর সম্পাদক আলম হাওলাদার উধাও হয়েছেন। এ ব্যপারে শুক্রবার বিকাশ ব্যবসায়ীসহ একাধিক লোকের উপস্থিতিতে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। যার নং-১১৪৫।
থানায় জিডি ও কুরিয়ারের শাখা এজেন্সির দেয়া তথ্যে জানা গেছে, সুন্দরবন কুরিয়ারের থানা এজেন্সি মালিক মু. আ. মোতালিব তার শাখা আলমের মাধ্যমে পরিচালনা করতেন। সেই সুবাদে আলম হাং পরিচিতি লাভ করে একাধিক লোকদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দিয়ে প্রায় ৩৫লক্ষ ও বিকাশ পয়েন্টের ৪লক্ষ ৭৫হাজার টাকা এবং সুন্দরবন কুরিয়ারের গ্রাহকদের আসা-যাওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ন মালামালসহ শাখা পরিচালনার কম্পিউটারের প্রিন্টার নিয়ে রাতের আধারে পালিয়ে যায়।
বিকাশ পয়েন্টের বাদল জানান, বেশ কিছুদিন লেনদেন ভালই করছিল। সন্ধ্যার পরে দেয়ার কথা বরে দুপুরে টাকা নিয়েছে। রাত থেকে ফোন বন্ধ থাকায় তার খোজ করলেও কোথাও সন্ধান পাওয়া যায়নি।
আলমের ছোটভাই কামরুল ইসলাম রাজ জানান, আজ দিবে কাল দিবে বলে বিভিন্নজনের কাছ থেকে ৩৬ হাজার টাকা নেয়ার তালিকা পেয়েছি। কেন এভাবে উধাও হয়েছে সে প্রশ্নের জবাব দিতে পারেনি।