মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে সিঙ্গাপুরে বসে এক
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির
নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বুধবার (৬জুলাই) দুপুর
১টার সময় বানারীপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে তিনি মুঠোফোনে ভিডিও
কনফারেন্সে যুক্ত হন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। এস সরফুদ্দিন আহমেদ সান্টু ভিডিও কনফারেন্সে বলেন, বরিশাল
জেলা (দঃ) বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হবার পর থেকেই আহবায়ক মুজিবুর
রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল উজিরপুর-বানারীপাড়া তথা
বরিশাল-২ আসনের বিএনপির বর্তমান নেতৃত্বতে বাদ দিয়ে কিছু আওয়ামী ঘরোনার
লোক সামনে আনার পায়তারা করছেন। ফলে এখানকার সুসংগঠিত ও সাংগঠনিকভাবে
শক্তিশালী বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মুজিবুর রহমান নান্টুর
বর্তমান কর্মকান্ডে মনে হয় তিনি বরিশাল জেলা (দঃ) বিএনপির পূর্ণাঙ্গ
কমিটির সভাপতির পদে আসীন হবার জন্য দলের মূল নেতৃত্বকে বাদ দিয়ে নিজের
পছন্দ এমন লোকদের কমিটিতে আনতে চান। যারা ২০০৮ সালের জাতীয় সংসদ
নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীকের (বিএনপির)
বিরোধীতা করেছিলো এমন লোকদেরকেই উজিরপুর-বানারীপাড়া বিএনপির নেতৃত্বে
আনতে চাচ্ছেন তিনি। যারা ধান মোরগ দিয়ে খাওয়াবে আওয়ামী লীগের নির্বাচনী
পথসভায় ওই সময়ে বলতেন বর্তমানে তারাই বরিশাল জেলা (দঃ) বিএনপির শীর্ষ
নেতৃত্বের পছন্দ।
উপরোক্ত বিষয়ে বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টুর
কাছে জানতে তার মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। অপরদিকে একই দিন
বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক কমিটির আরও ৬জন সদস্য স্বেচ্ছায়
পদত্যাগপত্র পাঠিয়েছেন দলের মহাসচিব বরাবরে। যার লিখিত বিবারণীর অনুলিপি
বানারীপাড়া প্রেস ক্লাবকে দেওয়া হয়েছে। তাতে উল্লেখ রয়েছে বরিশাল জেলা
(দঃ) বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মুজিবুর রহমান নান্টুর
স্বেচ্ছাচারিতা, অসাংগঠনিক কার্যক্রম ও খামখেয়ালীপনার কারণে তারা
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সদস্য পদ থেকে পদত্যাগ কৃত সদস্যরা হলেন,
বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম, মিয়া, সাধারণ সম্পাদক
মো. রিয়াজ আহমেদ মৃধা, পৌর শাখা বিএনপির সভাপতি আহসান কবির নান্না
হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম
মাহমুদ মাহবুব মাষ্টার ও বানারীপাড়া পৌরসভার সংরক্ষীত সদস্য ডেইজি বেগম।