তালতলী উপজেলা প্রশাসনের নিউজ বর্জন করেছে সাংবাদিকরা

 

বরগুনার তালতলী উপজেলা প্রশাসনসহ অধিনস্ত সকল দপ্তরের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলার ৬টি সাংবাদিক সংগঠন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ওই সাংবাদিক সংগঠন গুলোর সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা সাংবাদিক সমন্বয়ে পরিষদ এই সিদ্ধান্ত নেয়।

সাংবাদিকরা এক বিজ্ঞপ্তিতে জানান, তালতলী উপজেলা প্রশাসন বিভিন্ন সভা ও সমাবেশে সাংবাদিকদের অবমূল্যায়নসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিজেদের ব্যর্থতা ও অনৈতিক কর্মকান্ড আড়াল করতে প্রকৃত সাংবাদিকদের এড়িয়ে চলেন। এমন কি তারা সঠিক তথ্য দিতে নানা অজুহাত দিয়ে কালক্ষেপণ করেন।
এতে সাংবাদিকরা যথা সময়ে সংবাদ পরিবেশনে ব্যর্থ হন। ফলে সরকারের উন্নয়ণ কাজের চিত্র সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই সকল বিষয়ে সমাধান না হওযা পর্যন্ত সাংবাদিকরা প্রশাসনের সকল ধরনের নিউজ বর্জনের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মু. আ. মোতালিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাওলানা ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জলিল আহম্মদ, সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।৷ ####

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225