তালতলীতে মহান স্বাধীনতা দিবস পালিত

কাওসার হামিদ, তালতলী:

তালতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে তালতলী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
রবিবার (২৬ মার্চ) প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে তালতলী উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব কর্মসূচিতে তালতলী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বে-সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতা যুদ্ধ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির। এছাড়াও তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনসহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালন করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225