তালতলীতে সংযোগ সেতু ভেঙ্গেপড়ায় দুই গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

তালতলী প্রতিনিধি
বরগুনা তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া ও সোবাহানপাড়া গ্রামের মধ্যবর্তী সংযোগ ব্রিজটি রবিবার ভোররাতে ভেঙ্গে পড়েছে। ফলে ওই দুই গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
জানা গেছে, ২০০১ সালে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিশানবাড়ীয়ার অংকুজানপাড়া খালে এ ব্রীজটি নির্মান করে। এরপর থেকে ব্রীজটিতে কোন মেরামত না করার কারনে ব্রীজের মধ্যবর্তী জায়গায় পলেস্তারা ভেঙ্গে পরে যায়। স্থানীয় লোকজন চলাচলের সুবিধার্থে ভেঙ্গে যাওয়া স্থানে নিজেদের খরচে ঁবাশ ও কাঠ দিয়ে পায়ে হাটার ব্যবস্থা করেন। এভাবে চলেছে দীর্ঘ ৪/৫ বছর। জোড়াতালি দেয়া ভাঙ্গা ঝরাজীর্ণ ও পরিত্যক্ত  ব্রীজটি দিয়ে প্রতিদিনই স্কুল ও মাদরাসার শত শত শিক্ষার্থীরা আসা যাওয়া করতেন। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় সোবাহান পাড়া ও মোয়াপাড়ার প্রায় দুই শত পরিবারের লোকজন ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলা শহর থেকে
বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এ দুই গ্রামের শহস্রাধিক মানুষ।
নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ডঃ কামরুজ্জামান বাচ্চু বলেন, ব্রীজটি নতুনভাবে আবারও স্থানীয় প্রকৌশল   বিভাগ স্কিম দিয়েছে। এখন পর্যন্ত তাহা অনুমোদন হয়নি। অনুমোদন হলে নতুন করে আবার ব্রীজ নির্মাণ করা হবে।
উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ হোসেন রাসেল বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
hk
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225