বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

বিদ্যালয় মাঠে কাঁচা বাজার শিক্ষার পরিবেশ বিঘ্নিত দ্রুত অবসারণের দাবী

অনলাইন ডেস্ক / ৪০ শেয়ার
প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী একে পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাঁচা বাজার বসানো হয়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। দ্রুত এ বাজার অপসারণের দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, পৌর শহরে অবস্থিত আমতলী একে পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ে নয়’শ শিক্ষার্থী রয়েছে। এ বিদ্যালয় মাঠে প্রত্যেক বুধবার সাপ্তাহিক কাঁচা বাজার বসে। দিন-ভর চলে ওই বাজার। এতে বিদ্যালয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। ক্লাস চলাকালিন বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের শোরগোলে শ্রেনী কক্ষে পাঠদান ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বাজার শেষে বিক্রেতারা ময়লা আবর্জনা স্কুল মাঠ ফেলে রেখে যায়। ওই ময়লার পঁচা দুর্গন্ধ ছড়িয়ে বিদ্যালয়ের পরিবেশ দুষিত হয়। এতে ওই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ চরমভাবে ভন্ডুল হচ্ছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত এ বাজার অপসারণের দাবী জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
বিদ্যালয় শিক্ষার্থী সাফিন, প্রতীক, দোলা ও ত্বহা জানান, প্রত্যেক বুধবার খুব সকালে স্কুল মাঠে কাঁচা বাজার বসে। দিনভর চলে ওই বাজার। এতে বিদ্যালয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। বাজার শেষে বিক্রেতারা ময়লা আবর্জনা স্কুল মাঠ ফেলে রেখে যায়। ওই ময়লার দুর্গন্ধে পরিবেশ দুষিত হয়। দ্রুত এ বাজার অপসারণের দাবী জানান তারা।
বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, স্কুল মাঠে বাজার বসায় শিক্ষার পরিবেশ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। ময়লা আবর্জনার দুর্গন্ধ শ্রেনী কক্ষে ছড়িয়ে পরে। তিনি আরো বলেন, ক্রেতা-বিক্রেতাদের শোরগোলে শ্রেনী কক্ষে পাঠদান ব্যহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বজলুর রহমান বলেন, বিদ্যালয় মাঠে বাজার বসায় শিক্ষার পরিবেশ চরমভাবে ভন্ডুল হচ্ছে। শিক্ষার্থীরা পাঠদানে মনোনিবেশ করছে না। ক্লাস চলাকালিন সময়ে বাজার চলায় শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা হচ্ছে। দ্রুত এ বাজার অপসারণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান তিনি। তিনি আরো বলেন বাজার অপসারনে পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তারা বাজার অপসারন করছে না।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে স্কুল মাঠ থেকে বাজার সরিয়ে নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় মাঠে বাজার অপসারণে পৌর মেয়র ও প্রধান শিক্ষককে বলা হয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com