, , , , , ,

জাতীয় করণের দাবীতে আমতলীতে বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী-তালতলী উপজেলার জাতীয়করণ বঞ্চিত ৪৬ টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা জাতীয়করণ বঞ্চিত শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় জাতীয়করণ বঞ্চিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় জাতীয়করণ বঞ্চিত শিক্ষক সমিতির উপদেষ্টা ফজলুল হক,বরগুনা জাতীয়করণ বঞ্চিত শিক্ষক সমিতির সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহসীন উদ্দিন মোল্লা, মফিজ উদ্দিন ফকির, নাজমুল আহসান, কামরুল আহসান মাসুদ ও আজাহার মোল্লা প্রমুখ। সভায় জাতীয়করণ বঞ্চিতশতাধিক শিক্ষক অংশ নেয়।
উল্লেখ ২০১২ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। তমধ্যে আমতলী-তালতলী উপজেলার ৪৯৬ টি বিদ্যালয় জাতীয়করণ বঞ্চিত হয়। এ বিদ্যালয়গুলোর শিক্ষকরা দীর্ঘ ১১ বছর মানবেতর জীবনযাপন করে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবী জানান তারা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225