শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

বরিশাল বিভাগের সর্ববৃহৎ দুর্গাপূজা রাজ মন্দিরের ৪০১টি প্রতিমা পূনার্থী ও দর্শনার্থীদের জন্য উন্মক্ত

অনলাইন ডেস্ক / ৩৩ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বরগুনা প্রতিনিধিঃ

বরিশাল বিভাগের সর্ববৃহৎ দুর্গাপূজা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কবুতরখালি গ্রামের ঐতিহ্যবাহী রাজ মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী এই পূজা মন্দিরের প্রতিমা পূনার্থী ও দর্শনার্থীদের জন্য ফিতাকেটে উন্মক্ত করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেএল ভৌমিক। বুধবার (১৮অক্টোবর) দুপুর দেরটার সময় ফিতাকেটে উন্মক্ত করে প্রতিমা দর্শন করেন। এসময় তার সাথে ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কপিল হালদার সজল, মঠবাড়িয়া ও অস্ত্র অ লের পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ।

ডাক্তার সুদীপ কুমার হালদার ও ডাক্তার স্নিগ্ধা চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্ঠায় বরিশাল বিভাগের সর্ববৃহৎ দুর্গাপূজা সু-সজ্জিতভাবে এই রাজ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। এই মন্দিরে সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর ৪০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমা দর্শন শেষে অস্ত্র অ লের পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার সুদীপ কুমার হালদারের বাবা শৈলেশ্যর হালদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জেএল ভৌমিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কপিল হালদার সজল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বরিশাল অ লের ট্রাষ্টি দোলা গুহ, মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারন সাধারন সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়দেব রায়, মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বরগুনার বামনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন চ্যাটার্জী ও মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রমূক। মতবিনিময় সভায় অস্ত্র অ লের পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন। সবশেষে আগত অতিথি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com