বিপ্লবী জনতা অনলাইন ডেস্কঃ
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কারিকুলাম বাস্তবায়নে যদি কোনো পরিবর্তন আনতে হয়, আমরা তাতে পরিবর্তন আনব। এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতিতেও যদি বেশি চ্যালেঞ্জ আসে, প্রয়োজনে সেখানেও পরিবর্তন আনা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় নতুন শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষা বিট সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) নেতারা। শিক্ষামন্ত্রী ইরাবের সদস্যদের সঙ্গে নতুন কারিকুলামসহ শিক্ষাসংশ্লিষ্ট নানা বিষয়ে নিয়ে আলাপ-আলোচনা করেন। এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে যেখানে সমস্যা আছে তা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা বলেন। চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বার তিনি সংসদ-সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালে একই আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়। এবার তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়। তিনি পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে।