বিপ্লবী জনতা ডেস্কঃ
শুধু সমালোচিত হওয়ার ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ ও সঠিক, সেটা নেব না, তা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। সমালোচনা হলেও নতুন শিক্ষাক্রমের কোনো বিকল্প নেই।’
শুক্রবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ কথা বলেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের সিদ্ধান্তগুলো শিক্ষাবিদদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি ২০২২ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে জানিয়েছিলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। এরপর ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে আসছে।
তবে সম্প্রতি ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। টিকটকে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি যুক্ত করে প্রচারিত এমন কিছু ভিডিও হাজারের বেশি ভিউ হতে দেখা গেছে। এ ছাড়া ফেসবুকে সরাসরি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে উদ্ধৃত করেও তথ্যটি প্রচার করা হচ্ছে।