অনলাইন ডেস্কঃ
বরগুনার পাথরঘাটায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে কোস্টগার্ড। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

গতকাল শনিবার ( ২৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানী, টেংরা, হাজিরখাল, রুইতা, পদ্মা ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ লাখ ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে কোস্টগার্ড। । জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মেরিন মৎস কর্মকর্তা মো. রিয়াজ হোসেনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Facebook Comments Box