, , ,

তালতলীতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে ঘরের মালামাল লুট

স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে সাবেক নারী ইউপি সদস্য ও তার স্বামীকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ   খাওয়াইয়ে অচেতন করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার ( ১ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য সেলিনা আক্তার ইভা ও তার স্বামী মোঃ জাফরুল হাসান বাচ্চু হাওলাদার রবিবার রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। পরদিন সোমবার সকালে ওই পরিবারের লোকজনের ঘুম ভাঙতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের পিছনের দরজায় যায়। সেখানে ঘরের পিছনের দরজা ভাঙা দেখে ঘরের ভিতরে প্রবেশ করে তাদের  অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়বগী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, শহিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখেছি। তবে কি পরিমাণ টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট হয়েছে তা এখনো জানা যায়নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই ইউপি সদস্যের বাড়ি পরিদর্শন করেছি। ধরণা করা হচ্ছে খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ানোর কারণে অচেতন হয়ে পড়ছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
##
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225