, , , , ,

আমতলীতে ফোরকান, তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত 

বরগুনা জেলা সংবাদদাতা:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ আসনে ভোটে হেরে গিয়ে আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান। অপরদিকে ছোটভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দারকে হারিয়ে বড়ভাই মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের প্রাপ্ত ভোট ৩৭হাজার ১শ’ ৮৮। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এলমান আহমেদ সুহাদ পেয়েছেন ১০ হাজার ৮শ’ ৯১ ভোট। ফোরকান ২৬ হাজার দুই’শ ৯৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান অল্প ভোটে আরেক স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক  গোলাম সরোয়ার টুকুর সঙ্গে হেরে যান। পরে তিনি আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এ নির্বাচনে গোলাম ছরোয়ার ফোরকান ৩৭ হাজার এক’শ ৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এলমান আহমেদ সুহাদ ১০ হাজার আট’শ  ৯১ ভোট পেয়েছেন। ২৬ হাজার দুই’শ ৯৭ ভোট বেশী পেয়ে গোলাম ছরোয়ার ফোরকান বিজয়ী হয়েছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বে-সরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোনকান বিজয়ী হয়েছেন।

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ মনিরুজ্জামান মিন্টুর প্রাপ্ত ভোট ২০ হাজার ৩শ’ ৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ছোটভাই রেজবি-উল কবির জোমাদ্দার পেয়েছেন ১৮ হাজার ৪শ’ ৩ ভোট।       ।

জানাগেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান অংশ নেয়। এর মধ্যে রেজবি উল কবির জোমাদ্দার ও মনিরুজ্জামান মিন্টু আপন মামাতো-ফুফাতো ভাই। দুই ভাইয়ের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হয়। নির্বাচনী ফলাফলে ছোটভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দারকে হারিয়ে বড় ভাই মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ২০১৯ সালের নির্বাচনে ছোট ভাই রেজবি-উল কবির জোমাদ্দারের কাছে বড় ভাই মনিরুজ্জামান হেরে যান।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বে-সরকারীভাবে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মিন্টুকে বিজয়ী ঘোষণা করেন।##

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225